Microsoft One Drive কেনো ব্যবহার করবো ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারMicrosoft One Drive কেনো ব্যবহার করবো ?
Orchi asked 3 years ago

মাইক্রোসফ্ট ওয়ান ড্রাইভ ব্যবহার করার উপকারিতা কি ? এটি চালু না করলে কি কোন ক্ষতি হবে কম্পিউটার এর ? আর যদি ব্যবহার করি, তাহলে কি কি সুবিধা পাবো ?  মোটকথা, কেনো Microsoft One Drive ব্যবহার করবো ?


1 Answers
Best Answer
Md Shariar Sarkar Staff answered 3 years ago

মাইক্রোসফ্ট ওয়ান ড্রাইভ কেন ব্যবহার করবেন তার পেছনের  কারন গুলো নিচে আলোচনা করছি ।


মাইক্রোসফ্ট ওয়ান ড্রাইভ

মাইক্রোসফ্ট ওয়ান ড্রাইভ মাইক্রোসফ্ট একাউন্ট এর সাথে ডিফল্ট ভাবে ৫জিবি জায়গা সহ থাকে ।

প্রথমত আপনি যদি একাধিক কম্পিউটার ব্যবহার করেন এবং সবগুলোতেই Windows Operating System ব্যবহার করেন, তাহলে মাইক্রোসফ্ট ওয়ান ড্রাইভ আপনাক ডকুমনেট গুলো সব ডিভাইস এ সিংক করবে অটো যা অনেক হেল্পফুল ।

এটি সাধারনত Desktop, Documents folder auto backup  নেয়, তবে ফ্রি মাইক্রোসফ্ট ওয়ান ড্রাইভ একাউন্ট ।

দ্বিতীয়ত আপনার অফিস ফাইল গুলো ডকুমেন্ট গুলো সহজেই এক্সেস করতে পারবেন মোবাইল অফিস (এক্ষেত্রে মাইক্রোসফ্ট এর মোবাইল অফিস ভার্সন ব্যবহার করতে হবে ) ও ডেক্সটপ অফিস এ ।

তৃতীয়ত আপনি যদি Microsoft Office Program ব্যবহার নাও করেন, One Drive এর অফিস ফাইল গুলো Microsoft Office Free web version এ ওপেন ও এডিট করতে পারবেন  ( যদিও ফিচার অনেক কম)

Your Answer

5 + 8 =

error: Content is protected !!