Unique পাসওয়ার্ড তৈরির সময় কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়?
2 Answers
Unique পাসওয়ার্ড তৈরির সময় নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়ঃ
- নিজের বা পরিবারের কারো নাম বা ব্যক্তিগত কোন তথ্য সরাসরি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করা। যদিও পাসওয়ার্ডটি মনে রাখা আমাদের জন্য সহজ হয়;
- চিহ্ন, সংখ্যা এবং শব্দ ব্যবহারের ক্ষেত্রে বড় ও ছোট হাতের অক্ষর মিলিয়ে দিতে হয়। এতে পাসওয়ার্ডটি সম্পর্কে অপরের ধারণা করা কঠিন হবে;
- পাসওয়ার্ডটি যেন অবশ্যই অপেক্ষাকৃত বড় হয়;
- পাসওয়ার্ড মনে রাখার জন্য কম্পিউটার অথবা ডাইরি কিংবা অন্য কোথাও এর অংশবিশেষ না লিখে রাখা;
- পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দমত যে কোন একটি চিহ্ন ব্যবহার করা।