USB 3 কি ?

kobir asked 6 years ago


2 Answers
Imran Hossain answered 6 years ago

USB 3 কি
ইউএসবি (USB) হচ্ছে, Universal Serial Bus। এর মাধ্যেম ফোন বা ল্যাপটপ এর সাথে কানেন্ট করা যায়। ইউএসবি ৩.০ (USB) হচ্ছে, আবিস্কৃত ইউনিভার্সাল সিরিয়াল সর্বশেষ সংস্করণ। প্রযুক্তির বাস্তবায়নে ইউএসবি 3.0 (USB) অ্যাডাপ্টারের (PCIe এবং এক্সপ্রেস কার্ড) ।  তবে বর্তমানে সকল কম্পিউটার সিস্টেমের মধ্যে নতুন ৩.০ পোর্ট ইনস্টলেশন করা থাকে। এর ফলে কম্পিউটারে খুব সহজে USB 3 সাপোর্ট করে থাকে।


Md Shariar Sarkar Staff answered 6 years ago

সচরাচর আমরা যে USB ব্যবহার করি, সেগুলো USB 2.0 . USB 2.0  এর ডাটা ট্রান্সফার গতি মেক্সিমাম 60MBps. পরবর্তিতে আসে USB 3.0 যার গতি আগের থেকে কয়েক গুন বেশি । USB 3.0  এর মেক্সিমাম গতি 640MBps !! .
USB 3.0 এর রং হয় নিল । সাধারন ল্যাপটপ গুলোতে USB 2.0 এর পোর্ট থাকে ২টি করে আর USB 3.0 থাকে ১টি । এর কম বেশিও হয় ।  USB 3.0 এর পোর্টে USB 2.0 এর ডিভাইস লাগালে গতি কিন্তু USB 2.0  এর ই পাবেন । যদি দুটো ডিভাইস ই USB 3 হয়, তাহয়েই সেই গতি পাবেন । 
অবশ্য এই গতির কিছুটা হের ফের হয় স্টরেজ ডিভাইস এর ডাটা রিড ও রাইট করার স্পিডের উপর ও ।


Your Answer

18 + 9 =

error: Content is protected !!