আমি কিভাবে আপনাদের সাইটে লিখবো?

প্রশ্ন উত্তরCategory: টিউটোরিয়ালআমি কিভাবে আপনাদের সাইটে লিখবো?
Latif asked 6 years ago

আমিও আপনাদের সাইটে লিখতে চাই। কিন্তু কিভাবে লিখবো ?  আমি কি যে কোন বিষয় এই লিখতে পারবো ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

যে কোন বিষয় এ ই আপনি লিখতে ও প্রকাশ করতে পারবেন আমাদের সাইটে । তবে সেগুলো যদি কোন ধরনের ভায়লেশন এর মধ্যে পড়ে, আমরা সেগুলো ডিলিট করে দেবো ।  ইলিগাল কিছু নিয়ে না লিখলে কিংবা কারো সরাসরি কপি না করলে আপনার লেখা গুলো আমাদের সাইটে থেকে যাবে ।


আমাদের সাইটে লেখার জন্য আপনাকে এখানে রেজিস্টার করা লাগবে । রেজিস্টার করার জন্য ভিজিট করুন https://kivabe.com/wp-login.php?action=register
রেজিস্টেশন হয়ে গেলে Registration complete. Please check your email. মেসেজ পাবেন, আপনার মেইল চেক করে ( Span কিংবা Junk এ ও থাকতে পারে ) , এবার সেখান থেকে পাসওয়ার্ড সেট করতে হবে ।

set password in WordPress registration

set password in WordPress registration

এবার পাসওয়ার্ড সেট করে নিয়ে Reset Password এ ক্লিক করুন । পাসওয়া্ড সেট করার সময় Strong Password Set করবেন ।

Set New Password

Set New Password

 

এবার পাসওয়ার্ড সেট হয়ে গেলে log in এ ক্লিক করুন ।  লগইন ফর্ম এলে নিচের মতো ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।

log in to WordPress site

log in to WordPress site

লগইন করার পর সরাসরি ড্যাসবোর্ড এ চলে যাবেন, যদি না গিয়ে মুল সাইটে চলে আসে, তাহলে উপরের বার থেকে ড্যাসবোর্ড এ চলেযান ।

go to WordPress dashboard from front end

go to WordPress dashboard from front end

কিভাবে  কিভাবে.কম এ লিখবেন

এবার ড্যাসবোর্ডের বাম পাশের মেনু থেকে Posts>Add New এ গিয়ে কিংবা উপরের মেনুন +New থেকেও নতুন পোস্ট এ যেতে পারবেন। সেখানে আমরা আমাদের লেখা গুলো লিখবো ।

Add new post in WordPress

Add new post in WordPress

আমাদের সাইটে ওয়ার্ড প্রেসের নতুন এডিটর ( গুটেনবার্গ ) ই রেখে দিয়েছি, তাই প্রথমে আপনাকে ছোট্ট একটি টিউটোরিয়াল দিবে কোথায় কি আছে । দেখার জন্য See next Tip এ ক্লিক করুন ।

See next tip of new editor

See next tip of new editor

এটি আসলে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল যা থেকে আপনি ধারনা পাবেন কিভাবে এই এডিটর টি ব্যবহার করবেন ।  তো টিউটোরিয়াল দেখা হয়ে গেলে এবার Add title এর ঘরে আপনার পোস্টের মুল বিষয় বা টাইটেল দিয়ে দিন ।

Add title to your WordPress new post

Add title to your WordPress new post

টাইটেল দেয়া হয়ে গেলে তার নিচে Start writing or type / to choose a block এ ক্লিক করে বিবরন লেখা শুরু করুন ।  আর একটু মাউচ নাড়ালেই পেয়ে যাবেন ছোট্ট একটি এডিটর বার যেখান থেকে আপনি লিখা গুলো সিলেক্ট করে বোল্ড কিংবা ইটালিক করে নিতে পারবেন । আরো কিছু অপশন আছে যা নিচে আলোচনা করছি ।

block editor

block editor

এবার আগের ব্লক বা প্যারা লেখা হয়ে গেলে কিবোর্ড থেকে Enter চাপলেই নতুন ব্লক শুরু হয়ে য়াবে ।

next block

next block

আরো কিছু আপশন যেমন এবার যদি আপনার একটি সাব টাইটেল লাগে , আহলে সেটি ইজিলি নিতে পারেন transform to থেকে

Transform to

Transform to

আর হুট করে যদি মনে হয়, যে উপরে নতুন করে আরো একটি ব্লক নিতে হবে, কিংবা ডিলিট করতেহবে, তাহরে এডিটর এর ডাব পাশের তিনটা ডট ডট এ ক্লিক করুন ।

more block options

more block options

 

এভাবে লিখে নেবার পর যদি মনে করেন যে পরে আবার দেখার পর প্রকাশ করবেন, তাহলে উপরের ডান পাশ থেকে Save Draft এ ক্লিক করুন ।

Save as Draft

Save as Draft

আর যদি মনেহয়, সবকিছু ঠিক আছে, আপনি Publish… লেখা নিল বাটনে ক্লিক করুন । দেখবেন আপনার লেখাটি প্রকাশিত হয়েছে ।

Your Answer

16 + 19 =

error: Content is protected !!