মটরোলা সেট এ কেউ কল দিলে আমার ফোন বিজি দেখায় কিন্তু আমি সবাইকে কল দিতে পারি। এরকম হয় কেন? কাস্টমার কেয়ারের মানুষ বলেছে সিম এ কোন প্রব্লেম নাই।
সিম বারিং একটিভ থাকলে কিংবা ফোন থেকে কল ব্লক করা থাকলে অপর পক্ষ বিজি দেখবে আপনাকে । এবার যেহেতু বলছেন, সিমের দিক থেকে কোন সমস্যা নেই , তাহলে হতে পারে আপনার ফোনের দিক থেকে সমস্যা হচ্ছে । সেটিংস ঘেটে দেখুন, আপনার ফোনে কল ব্লক অ্যাকটিভ হয়ে আছে কি না ।
একদম নিরুপায় হলে, ফোন রিসেটি দিয়ে দেখতে পারেন । তবে তার আগে ফোন এর কন্টাক্ট ও এসএমএস ব্যাকআপ সহ অন্যান্য প্রয়োজনিয় তথ্য ব্যাকআপ নিতে ভুলবেন না ।
https://kivabe.com/contact-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%86%E0%A6%AA/
আমার সিমটা অফ ঐসিমে কেউ কল দিলে এখন বিজি দেখায় ???
না, সেটাতে Out off Network অথবা Out of Service দেখাবে
কেউ আমাকে কল দিলে বিজি দেখায় কেন?
সেটা কি সবার কলের ক্ষেত্রেই হচ্ছে নাকি নির্দিষ্ট কিছু মানুষের ক্ষেত্রে । দেখুন আপনার সেটে বোদহয় কল ব্লক করা আছে, সেটিংস ঘাটুন, সেট ভেদে সেটিংস গুলো একটু আলাদা হয় ।
আননন সব কল এলে বিজি দেখায়
দেখেন আপনার ফোনে বোদহয় Unknown number blooklist করা আছে ।
Apnar phone ar settings check korun. Hoyto apnar phone a number gulo block kora ase. Phone a o Call block kore rakha jay.