ডিজিটাল কম্পিউটার চার প্রকার , যেমন
- মাইক্রো কম্পিউটার
- মিনি কম্পিউটার
- মেইনফ্রেম কম্পিউটার
- সুপার কম্পিউটার
মাইক্রো কম্পিউটার
মাইক্রো কম্পিউটার এমন একটি কম্পিউটার যেখানে একটি মাইক্রোপ্রসেসর সিপিইউ হিসেবে কাজ করে । মাইক্রো কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারের তুলনায় একটু ছোট আকারের ।
মিনি কম্পিউটার
মিনি কম্পিউটার এমন একটি মেশিনকে বোঝায়, যা কম্পিউটার জগতে সবচেয়ে ছোট তাই তাকে মিনি কম্পিউটার বলে ।
মেইনফ্রেম কম্পিউটার
বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিকভাবে যে কম্পিউটার ব্যবহৃত করে, কঠিন কাজ এবং এক সঙ্গে অনেক ডাটা প্রক্রিয়াকরণ যেমন শুমারি, শিল্প ও ক্রেতা পরিসংখ্যান, শিল্প প্রতিষ্ঠানের সম্পদ পরিকল্পনা এবং আদান-প্রদান প্রক্রিয়াকরণ করা হয়। তাকেই মেইনফ্রেম কম্পিউটার বলে ।
সুপার কম্পিউটার
সুপার কম্পিউটার বলতে আমরা বুঝি যার শক্তি বেশি তাকেই সুপার কম্পিউটার বলে । সুপার কম্পিউটারগুলোতে অসংখ্য প্রসেসর নিয়ে কাজ করার জন্য সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার হয় । ১ম পদ্ধতির নাম গ্রীড কম্পিউটিং এবং ২য় পদ্ধতির নাম ক্লাস্টার কম্পউটিং।