চতুর্ভুজের ক্ষেত্রফল☞
ভিন্ন চতুর্ভুজের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি বা সূত্র প্রয়োগ করে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। আবার গণিতের উচ্চতর শাখায় সমাকলন করে যেকোনো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়।
নিয়মিত চতুর্ভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা নিম্নোক্ত সূত্রগুলো ব্যবহার করি☞
➤বর্গের ক্ষেত্রফল = বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য
➤আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
➤রম্বসের ক্ষেত্রফল= কর্ণদ্বয়ের গুণফল/2
➤সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় দুইভাবে করতে পারি।
১।ক্ষেত্রফল=ভূমি × উচ্চতা
২।ক্ষেত্রফল= যেকোনো একটি কর্ণের দৈর্ঘ্য × অপর যেকোনো কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের লম্ব দূরত্ব
➤ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ (সমান্তরাল বাহু দুটির যোগফল × সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব)
2 Answers
Your Answer