ব্যাকটেরিয়া জনিত রোগ কি কি জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানব্যাকটেরিয়া জনিত রোগ কি কি জানতে চাই
ফারিহা asked 4 years ago

ব্যাকটেরিয়া জনিত রোগ কি কি জানতে চাই 


1 Answers
Ziaur answered 4 years ago

ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ – ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।  এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে  ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক (প্রাককেন্দ্রিক) । কোষে 70s রাইবোজোম থাকে ।


ব্যাকটেরিয়া জনিত রোগ কি কি

ব্যাকটেরিয়ার মাধ্যমে জীবের উপকার ও অপকার দুটোই হয়ে থাকে। ব্যাকটেরিয়ার মাধ্যমে যে সকল রোগ সৃষ্টি হয়ে থাকে তা নিম্মরুপ:
যক্ষা
১) টাইফয়েড,প্যা­রাটাইপয়েড
২)মেনিন জাইটিস
৩) অ্যানথ্রাক্স
৪) ধনুষ্টংকার
৫) কুষ্ঠ (লেপ্রোসী)
৬) ডিপথেরিয়া
৭) বটুলিজম
৮) হুপিংকাশি
৯) সিফিলিস
১০) গনোরিয়া
১১)কলেরা
১২) রক্ত আমাশয়
১৩) ফোড়
১৪) প্লেগ

Your Answer

3 + 12 =

error: Content is protected !!