মাল্টিমিডিয়া কি ও মাল্টিমিডিয়া কাকে বলে ?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিমাল্টিমিডিয়া কি ও মাল্টিমিডিয়া কাকে বলে ?
রাজিব asked 7 years ago


1 Answers
Imran Hossain answered 7 years ago

মাল্টিমিডিয়া কি

সাধারণত মাল্টিমিডিয়া বলতে আমরা যা বুঝি,  মাল্টিমিডিয়া Multimedia এমন একটি মাধ্যম যাতে বিভিন্ন ধরনের তথ্যকে যেমন ধরুন, লিপি, শব্দ, চিত্র, এনিমেশন, ভিডিও প্রভৃতি একত্রে দর্শক ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয়। মাল্টিমিডিয়া দিয়ে  ইলেকট্রনিক মাধ্যমকেও বোঝানো হতে পারে যেটির মাধ্যমে মাল্টিমিডিয়া সম্পর্কিত তথ্য ধারন, সংরক্ষণ ও ব্যবহার করা হয়। শিল্পকলার মিশ্র শিল্পের সাথে মাল্টিমিডিয়ার অনেক মিল রয়েছে। রিচ মিডিয়া বা স্বয়ংসম্পূর্ণ মিডিয়া ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার আরেক নাম। মাল্টিমিডিয়া বলতে আসলে বোঝায় যে কম্পিউটারের তথ্যকে অডিও, গ্রাফিক্স, ছবি, ভিডিও ও এনিমেশন এবং এর সাথে লেখাও যুক্ত রেখে প্রকাশ করা যাবে। তাকেই মাল্টিমিডিয়া বলে ।


Your Answer

9 + 14 =

error: Content is protected !!