SQL ডেটা কুয়েরি – Microsoft Access 19

এসকিউএল একটি শক্তিশালী মেনিপুলেশন ল্যাংগুয়েজ ।  SQL হল সংক্ষিপ্তরুপ এর পূর্ণ রুপ হচ্ছে, Structural Query Language । বিভিন্ন ফরম্যাট থেকে ব্যবহারকারীরা খুব সহজে যেকোন ডেটা নির্বাচন করতে পারে। সেই দিক থেকে SQL অন্যতম । Access এ SQL ডেটা কুয়েরি করার জন্য মাইক্রোসফট অ্যাক্সেস থেকে SQL কুয়েরি করে আমরা ডেটা কুয়েরি করে নিতে পারি ।  আবার SQL দিয়ে ইনফরমেশনকে আপডেট এবং ডিলিট ও করা যায় । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই, SQL দিয়ে কিভাবে কুয়েরি করা যায় ।


আমার আগের পোস্টে আলোচনা করেছি, কিভাবে Microsoft Access এ Crosstab কুয়েরি এবং ডিলিট কুয়েরি করা যায় । আজকের আলোচনায় শিখবো কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস থেকে SQL কুয়েরি করা যায় । চলুন তাহলে নিচের অংশে দেখে নেই ।

Access SQL কুয়েরি

SQL দিয়ে কুয়েরি করার জন্য আপনার ডাটাবেস থেকে Create to Query Design লেখা মেনুতে ক্লিক করুন । ঠিক নিচের ছবির মতো ,

Click to Create

Click to Create

Query Design লেখাতে ক্লিক করার পর সেখানে একটি Show Table নামে উইন্ডো ওপেন হবে । এবার সেই উইন্ডোটি ক্লোজ করে দিন ।  ক্লোজ করার পর Design ট্যাব থেকে SQL লেখাতে ক্লিক করুন । ঠিক নিচের মতো

SQL Query

SQL Query

SQL লেখাতে ক্লিক করার পর নিচের ছবির মতো কমান্ড লেখা পেজ বের হবে । অর্থাৎ এসকিউএল দিয়ে কুয়েরি করার জন্য মূলত কমান্ড ব্যবহার করতে হয় ।

এবার কোন কোন ফিল্ড কুয়েরি করবেন তা নিচের Query2 পেজে লেখুন ।

SQL Query Design

SQL Query Design

আমার ক্ষেত্রে

SELECT [Excel Data Input].Id, [Excel Data Input].Date, [Excel Data Input].Price
FROM [Excel Data Input]

কমান্ড লেখেছি ।

SQL কমান্ড লেখার পর Design লেখা ট্যাব থেকে Run লেখা রিবনে ক্লিক করুন । দেখবেন নিচের ছবির মতো কুয়েরি টেবিল বের হবে । আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে ।

SQL Query data

SQL Query data

আমার ক্ষেত্রে Excel Data Input টেবিল থেকে SQL কুয়েরি করেছি। আপনি যে টেবিল থেকে কুয়েরি করবেন সেই টেবিল ফিল্ড এবং টেবিল নাম SQL কমান্ডের সাহায্যে লিখুন ।

নিচের অংশে আমরা একাধিক টেবিল এসকিউএল কুয়েরি কিভাবে করা যায় তা আলোচনা করেছি । নিচের নিয়ম অনুসারে এসকিউএল কমান্ড ব্যবহার করলেও হবে ।

একাধিক টেবিলে SQL কুয়েরি

এবার আমরা দেখাবো কিভাবে আপনি একাধিক টেবিলে এসকিউএল কুয়েরি চালাতে পারেন । ধরে নিলাম দুটি টেবিলে  এসকিউএল কুয়েরি  করতে চাচ্ছেন ।  মাইক্রোসফট অ্যাক্সেস এ SQL দিয়ে কুয়েরি করার জন্য আগের তৈরি করা দুইটি ডেটা টেবিলে প্রবেশ করুন অথবা নতুন করে ডাটাবেস থেকে দুইটি ডেটা টেবিল তৈরি করে নিন । আমার ক্ষেত্রে SQL-1 ও SQL-2 নাম দুইটি টেবিল ওপেন করেছি । আপনার ক্ষেত্রে টেবিল নাম অন্যও হতে পারে ।

প্রথম ও দ্বিতীয় টেবিল

প্রথম ও দ্বিতীয় টেবিল

উপরের ছবিতে দেখুন । এবার ডেটা টেবিল মেনু থেকে Create মেনুতে ক্লিক করুন, দেখবেন নিচের ছবির মতো রিবন বের হবে ।

Create to Design

Create to Design

এবার উপরের ছবি থেকে নিচের লাল দাগ করা Query Design লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর ডেটাবেস Show Table লেখা একটি ডায়ালগ বক্স বের হবে । সেটির Close লেখা বাটনে ক্লিক করে উইন্ডো বন্ধ করে নিন।

এরপর Design মেনু থেকে SQL লেখাতে ক্লিক করুন । ঠিক নিচের ছবির মতো ।

Design to SQL View

Design to SQL View

উপরের ছবিতে দেখুন । এবার Design মেনু থেকে  উপরের ছবির লাল দাগ করা View থেকে  SQL View লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো SQL উইন্ডো বের হবে ।

SQL Window

SQL Window

উপরের ছবিতে দেখুন । এবার SQL দিয়ে কুয়েরি করার জন্য উপরের ছবির কালো কালার করা Select লেখার পাশে টাইপ করুন , SELECT name, salary from table1 নাম বসিয়ে দিন । অর্থাৎ আমরা দুইটি ফিল্ডের Name ও Salary এসকিউএল দিয়ে কুয়েরি করে বের করবো ।

সেটি করার জন্য নিচের ছবির ডান পাশের মতো করে ফর্মমূলা লেখুন ।

Field Name Type

Field Name Type

উপরের ছবিতে লক্ষ করুন । সেখানে SELECT name, salary from table1 টাইপ করেছি । উপরের ছবিতে সব কিছু ঠিক ঠাক করে নেবার পর Design মেনু থেকে Run এ ক্লিক করুন ।

Click to Run

Click to Run

উপরের ছবিতে দেখুন , সেখান Design থেকে Run লেখাতে করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো Name ফিল্ড এবং Salary ফিল্ডের ডেটা কুয়েরি হবে ।

SQL Query Table

SQL Query Table

উপরের ছবিতে দেখুন । সেখানে Name এবং Salary ফিল্ডের ডেটা প্রর্দশন করা হয়েছে ।  আপনি আপনার ক্ষেত্রে চাইলেও টেবিলের সব কয়টি ফিল্ডের নাম কুয়েরি করতে পারেন ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!