অফিস প্রোগ্রাম MS Word টিউটোরিয়াল লিস্ট
এই পোস্টে Microsoft Word এর সকল টিউটোরিয়াল লিস্ট গুলো লিঙ্ক আকারে দেয়া হল। আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতো মাইক্রোসফ্ট ওয়ার্ড প্রোগ্রামের যেকোনো লিংকে ক্লিক করে সরাসরি পোস্টটি ভিজিট করতে পারেন।
কিভাবে MS Word এ গাণিতিক সমীকরন লিখবো
কিভাবে Microsoft Word ফাইলে পাসওয়ার্ড দেয়া যায়
Microsoft Word এ বহুল ব্যবহৃত কীবোর্ড শর্টকাট
Microsoft Word এ Tab এর ব্যবহার
Microsoft Word এ Header এবং Footer এর ব্যবহার
Microsoft Word এ Smart Art ব্যবহার
Microsoft Word এ Shapes ব্যবহার
Microsoft Word এ Clip Art এর ব্যবহার
MS Word এ স্ক্রিনশট নেওয়া
MS Word এ Picture Insert এবং Formatting এর ব্যবহার
Spelling and Grammar এর ব্যবহার
MS Word 2010 এ Drop Cap এর ব্যবহার
MS Word এ Table এর ব্যবহার
MS Word এ Superscript ও Subscript এর ব্যবহার
ওয়ার্ড ডকুমেন্টে Symbol এর ব্যবহার
মাইক্রোসফ্ট ওয়ার্ডে Page Number এর ব্যবহার
MS Word এ Zoom এর ব্যবহার
MS Word এ Ruler – Scale এর ব্যবহার
MS Word এ Bullets ও Numbering এর ব্যবহার
MS Word এ Text Alignment এর ব্যবহার
Font, Font Size, Font Color, Underline, Bold ও Italic এর ব্যবহার
Word Art – ওয়ার্ড আর্ট এর ব্যবহার
অফিস 2010 এ টেক্সট বক্স এর ব্যবহার
Word প্রতিস্থাপন (Replace) করার Command
Microsoft Word 2010 এ অনুসন্ধান করা
লেখা Undo/Redo করার Command
কিভাবে Quick Access Toolbar কাস্টমাইজ করবেন
লেখা Select, Cut, Copy, Paste করা
রিবন (Ribbon) ব্যবহার করা
মাইক্রোসফ্ট অফিস ২০১০ ফাইল ওপেন করা
মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড এ খোলা ফাইল বন্ধ করা
মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড এ ফাইল Save করা
মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড এ নতুন ফাইল খোলা
কি ভাবে অফিস ২০১০ চালু করতে হয়
Microsoft Office Word – মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড
মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রাম ২০১০ Installation
অফিস ২০১০ এর বিভিন্ন Version গুলো
বাংলা লেখা নিয়েও কিছু লিখা
যেহেতু এম এস ওয়ার্ডেই বেশি লিখা হয়, তাই এখানেই লিখার কিছু টিউটোরিয়াল দেয়া হল ।
কিভাবে বিজয় কীবোর্ড এ বাংলা লিখবো
কিভাবে অভ্র দিয়ে SutonnyMJ ফন্টে লেখা যায়
কিভাবে অভ্র থেকে বিজয়ে বাংলা লেখা রুপান্তর করা যায়
আমরা এখানে কিভাবে এম এস ওয়ার্ড শিখবো তারই গুরুত্বপুর্ন বিষয়গুলো প্রতিটি পোষ্টের মাধ্যমে তুলে ধরেছি ধাপে ধাপে, এর বাইরেও আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো এখানে কমেন্ট আকারে দিন । আমরা সেগুলো নিয়েও লিখবো ।
গাণিত্যিক লিখার পর কিভাবে বাংলা করব? যেমন 1/2 এটাকে কিভাবে গাণিত্যকে বাংলায় লিখব কৌশলটা জানালে ভাল হত
এই লিকং টি দেখে নিন … http://kivabe.com/how-to-write-mathematical-equation-in-ms-word/
Thank you
বৃত্ত ভরাটের জন্য ক , খ কে কীভাবে বৃত্তের ভেতরে লিখব?
Shapes নিয়ে কাজ করতে পারেন । পোষ্টটি দেখুন আগে http://kivabe.com/use-of-shapes-in-ms-word/
এর পরও প্রবলেম হলে জানাবেন, ডিটেল্স এ বলা যাবে …
VAIYA MS WORD AR PASSWORD DELETE KORBO KIVABE
http://kivabe.com/how-to-set-password-in-ms-word-document/ তে যান, এখানে দেয়া আছে কিভাবে পাসওয়ার্ড দেয়া আছে । ঠিক একই ভাবে এগিয়ে এবার আপনার পাসওয়ার্ড রিমুভ ও করতে পারবেন । ধন্যবাদ
ধন্যবাদ, পোষ্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম
Vai Password remove korbo kivabe
ভাইয়া কিভাবে ওয়ার্ড এ ১ থেকে ১০০ পর্যন্ত টেনে সিরিয়াল ঠিক করা যায়???
এক্সেল এ সেই কাজটি করে কপি করে এনে ওয়ার্ড এ পেস্ট করতে পারেন । কিংবা ওয়ার্ড এর মধ্যে এক্সেল ও রান করা যায়, সেখানে ও করতে পারেন কাজ টি ।