লাইভ লোকেশন শেয়ার কিভাবে করে


আপনার আপনজন কিংবা বন্ধু ও আসছে, আপনিও এগুচ্ছেন, এমন সময় দুজনের ই অবস্থান বদল হয় এবং বার বার নিজের অবস্থান ফোনে জানানোর চেয়ে আপনি সরাসরি আপনার লাইভ লোকেশন শেয়ার  করতে পারেন কিছু সময়ের জন্য। এতে করে সহজেই আপনার বন্ধু আপনাকে এবং আপনার বর্তমান অবস্থান খুজে পাবে। আলোচনা করবো লাইভ লোকেশন শেয়ারিং নিয়ে ।

ঠিক একই কাজ করে আপনি আপনার আপনজনদের অবস্থান ট্র্যাক করতে পারবেন তাদের ফোন থেকে লাইভ লোকেশন শেয়ারিং এর মাধ্যমে । তবে দুই ক্ষেত্রেই ফোনে GPS Feature থাকতে হবে ।

আমরা কাজটি করবো অ্যান্ড্রয়েড ফোনের লোকেশন (GPS) ব্যবহার করে । লোকেশন ম্যাপ লাইভ বা real time location on Maps এর কাজটি গুগল ম্যাপ কিংবা ফেসবুক মেসেনজার ও WhatsApp এর লোকেশন শেয়ার করে করা যায় ।

share live location

share live location

গুগল ম্যাপ এর সাহায্যে আমরা আমাদের বর্তমান অবস্থান কোথায় অর্থাৎ আমি এখন কোন জায়গায় আছি বের করা যায়। আবার আমার আশেপাশে কি আছে, সেটিও খুব সহজেই বের করা যায় । অধিকাংশ মানুষ নতুন জায়গার রাস্তা দেখার জন্য ম্যাপ ব্যবহার করে ।

আবার কিছু মানুষ গুগল ম্যাপে লোকেশন ট্র্যাকিং ও শেয়ারিং করে থাকে অন্য মানুষকে খোজার জন্য । আর সেটাই আমরা আজ শিখবো যে কিভাবে ম্যাপে লোকেশন ট্র্যাকিং ও শেয়ারিং করা যায়।

লাইভ লোকেশন শেয়ার করার পদ্ধতি

আমরা লাইভ লোকেশন শেয়ারিং টা তিন মাধ্যমেই দেখবো ।যাতে যে কোন একটি ব্যবহার করে আপনি আপনার লাইভ অবস্থান শেয়ার করতে পারেন। চলুন শুরুতেই গুগল ম্যাপ এর মাধ্যমে শেয়ারিং টি শিখে নেই । গুগল ম্যাপ সাধারতন ডিফল্ট ভাবে GPS (Location) enabled handset গুলোতে থাকে ।

তবে এই শেয়ারিং টি তখন ই কাজ করবে যখন দুজনের ফোনে GPS থাকবে এবং ফোনে ইন্টারনেট থাকলে লোকেশন অ্যাকুরেসি আরো ভালো পাবেন।

গুগল ম্যাপ লাইভ লোকেশন শেয়ার করা পদ্ধতি

আমরা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেখাচ্ছি কিভাবে গুগল ম্যাপ এ লাইভ লোকেশন শেয়ার করা যায়, অন্য অপারেটিং সিসটেম এর ক্ষেত্রেও অনেকটা একই রকমের ।

তো শুরুতে আপনার ফোনের লোকেশন অন করে নিয়ে Phone এর Google Maps Application টি ওপেন করে নিন।

Open Maps on your Phone

Open Maps on your Phone

এরপর ডানপাশে উপর থেকে আপনার ছবির উপরে (ছবি না থাকলে নামের আদ্য অক্ষর থাকে) ক্লিক করুন ।

এরপর Location Sharing এ ক্লিক করুন, এরপর Share Location এ ক্লিক করুন।

এরপর কতটা সময় ধরে আপনার লোকেশন শেয়ার হবে সেটি ঠিক করে কার সাথে শেয়ার করবেন করে ফেলুন । নিচের চলমান ছবিটিতে দেখুন।

share location in google maps apps

share location in google maps apps

নিচের ছবিতে দেখুন লাল বৃত্তের মধ্যে সবুজ বৃত্তটি হচ্ছে যে আমার সাথে তার লোকেশন শেয়ার করেছে এবং ছোট নীল বৃত্তটি হচ্ছে আমি ।

ঠিক এই সময় দুজনের দুরত্ব ১৬০ গজ এর ।  আর একটু পর যখন আমি আরো একটু দুরে, তখন Directions এ ক্লিক করার পর তার দিকে আমার পথের নির্দেশনা নিচের ছবিতে ।

direction to in google map

direction to in google map

তো এই গেলো গুগল ম্যাপে লোকেশন শেয়ার করার পদ্ধতি । আর অলরেডি দেখলেন যে অবস্থান ও দুরত্ব দুটোই পাওয়া যাচ্ছে, তো ট্র্যাকিং তো করতেই পারবেন 🙂

এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপ এ লোকেশন শেয়ার করে লোকেশন ট্র্যাকিং করা যায় ।

হোয়াটসঅ্যাপ এ লোকেশন শেয়ারিং

হোয়াটসঅ্যাপ এর ভেতরেও এই ফিচার আছে । আর এ ক্ষেত্রেও GPS enabled handset লাগবে এবং সেটি ইনেবল করে রাখতে হবে । উপরের মতো লোকেনশ অন করে রাখলেই হলো ।

তো এটি করার জন্য যার সাথে শেয়ার করতে চাচ্ছেন, তার ম্যাসেজ এ যান । নিচের ছবিটি দেখুন । আমি Nahian Adnan এর কাছে আমার কারেন্ট লোকেশন শেয়ার করতে চাই WhatsApp এ ।

 

Location share in WhatsApp

Location share in WhatsApp

তো শুরুতেই WhatsApp এ তার ম্যাসেজ এ যাই ।

এর পর Message box এর ডানে এটাচমেন্ট আইকন এ ক্লিক করি ।

এরপর Location এ ক্লিক করি ।

এরপর আমার বর্তমান অবস্থান জানাতে চাইলে Send your current location এ আর লাইভ লোকেশন এর জন্য Share live location.

এবার কিছু মেসেজ এলে সেগুলো পড়ে Continue করবো ।

এবার কত সময়ের জন্য আমি আমার লাইভ লোকেশন শেয়ার করবো সেটি ঠিক করে দিয়ে সেন্ড বাটন চাপবো । একটি ট্র্যাকিং লিংক চলে যাবে ।

আমার পক্ষ থেকে কাজ শেষ ।

লোকেশন ট্র্যাকিং কিভাবে করবো ?

আমাকে ট্র্যাক করার জন্য আমার পাঠানো ম্যাসেজের লিংক টি ওপেন করতে হবে ।

এবার যদি Nahian Adnan আমার ম্যাসেজ টি ওপেন করে । আমার পাঠানো লিংক টি সে পাবে এবং এটি ওপনে করলে ম্যাপে আমার লোকেশন চালু হয়ে যাবে ।

তো আশা করছি খুব সহজেই এখন থেকে আপনাদের প্রিয়জন কে ট্র্যাক করতে পারবেন কিংবা আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন ।

কেমন লাগলো জানাতে ভুলবেন না 🙂 নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন ।

You may also like...

1 Response

  1. himel says:

    অনেক ইজি করে আলোচনা করেছেন, ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!