আইএসও ৯০০১ কি

প্রশ্ন উত্তরCategory: সাধারণআইএসও ৯০০১ কি
Rakib asked 6 years ago

আইএসও ৯০০১ কি ও কাকে বলে? 


1 Answers
Imran Hossain answered 6 years ago

ISO হচ্ছে সংক্ষিপ্ত রূপ, ISO এর ফুল ফর্ম হচ্ছে, International Standards Organization সংস্থা ।  আইএসও 9001 হচ্ছে, আইএসও 9000 মানের পরিধিগুলির মধ্যে একটি মান। অর্থাৎ আন্তর্জাতিক মান সংস্থা বা আইএসও একটি আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন দেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এটির প্রধান কাজ শিল্প ও বাণিজ্যের বিভিন্ন বিষয়ের উপর মান নির্ধারণ, প্রণয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানের সনদপত্র প্রদান।এসিএস রেজিস্ট্রার্স লিমিটেড একটি ইউকেএএস স্বীকৃত সার্টিফিকেশন সংস্থার নাম । আইএসও 9001 সার্টিফিকেশন আপনার প্রতিষ্ঠানকে মানের সিস্টেম সরবরাহ করবে যা গ্রাহকের সন্তুষ্টি, কর্মীদের প্রেরণা এবং ক্রমাগত উন্নতির ভিত্তি হয়ে থাকে । আইএসও ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়।


Your Answer

2 + 14 =

error: Content is protected !!