ফটোশপের সি এস ৬ ভার্সন

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারফটোশপের সি এস ৬ ভার্সন
Monira Begum asked 6 years ago

ফটওশপের সি এস ৬ ভার্সন কিভাবে , কোথা থেকে ডাউনলওড ্ও ইন্সটল করব জানতে চাই


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

Photoshop CC 2015 ডাউনলোড করে নিতে পারেন নিচের লিংক থেকে
Download Photoshop CC 2015
এটি একটি  ISO ফাইল নামবে । এবার সেই ISO  File টির ভেতরে প্রবেশ করার জন্য কিংবা সেটিকে Extract করার জন্য 7-zip নামে আর এটি ছোট্ট্ সফটওয়ার আপনার কম্পিউটার এ নামিয়ে নিন । দেখে নিন 7-zip সম্পর্কে বিস্তারিত যদি ধারনা না থাকে ।
7zip install হলে এবার ফটোশপের নামানো ISO ফাইল টির উপর রাইট ক্লিক করে নিচের মতো Extract to তে ক্লিক করুন ।
Extract To
এবার Photoshop Setup File গুলো Extract হয়ে গেলে সেই ফোল্ডার এ প্রবেশ করে setup নামে একটি ফাইল পাবেন সেটিতে ক্লিক করুন । এর পর দেখানো স্টেপ গুলো ফলো করুন । তবে নেট বন্ধ করে সেটআপ দিয়েন ।


Your Answer

3 + 8 =

error: Content is protected !!