মূল্যবোধ সৃষ্টি ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।

প্রশ্ন উত্তরCategory: ব্যাংকিংমূল্যবোধ সৃষ্টি ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

মূল্যবোধ হচ্ছে ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা ইত্যাদির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদন্ড, যা দিয়ে মানুষ কোনো বিষয়ের ভালো-মন্দ বিচার করে ভালোকে গ্রহণ ও মন্দকে ত্যাগ করে।


মূল্যবোধ সৃষ্টি ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকাঃ

নিচে মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞান কিভাবে সহায়তা করে তা ব্যাখ্যা করা হলোঃ

  • সততা ও দায়িত্ববোধের বিকাশঃ হিসাবরক্ষণের ক্ষেত্রে হিসাববিজ্ঞানের রীতি-নীতি ও কলা কৌশল সঠিকভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি হয়। বছরের পর বছরের পর এরকম অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধ বৃদ্ধি হয়।
  • ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টিঃ হিসাববিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ তৈরি হয়। ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনাও কমে যায়।
  • সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ তৈরিঃ সরকারের আয়ের অন্যতম উৎসব হচ্ছে ভ্যাট, আয়কর প্রভৃতি। হিসাববিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিকভাবে আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব হয়। ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতাও কমে যায়।
  • জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধঃ সুষ্ঠূ হিসাব ব্যবস্থা চালু হলে সম্ভাব্য শাস্তি ও মানহানির ভয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরূপ ও প্রতারণাসহ বিভিন্ন অনিয়ম প্রবণতাও কমে যাবে।

Your Answer

20 + 8 =

error: Content is protected !!