HTML hr ট্যাগ ও hr ট্যাগের ব্যবহার
সাধারণত HTML hr ট্যাগ কোন ডকুমেন্ট কিংবা কোন লাইনে ব্যবহার করলে নিচের দিকে লম্ব রেখা তৈরি হয়। hr tag আসলে Horizontal Line কে বুঝায়। অনেক সময় কিছু সাইটে দেখা যায় কোন ডকুমেন্টের শেষের দিকে লম্বা রেখা বা আন্ডারলাইন থাকে। সেগুলো মূলত hr ট্যাগ ব্যবহার করে করা হয়ে থাকে। তো নিচের অংশে দেখে নেওয়া যাক।
HTML hr ট্যাগ এর উদাহরন
<article> <hr> <h2>This is a HTML hr tag...!</h2> <p> Use for HTML hr tag.... </p> <hr> </article>
উপরের প্রথম অংশে article ট্যাগ দেয়া হয়েছে। এরপর article ট্যাগের ভিতরে h2 হেডিং ট্যাগের উপরের দিকে লম্ব রেখা দেয়া জন্য hr ট্যাগ ব্যবহার করে হয়েছে এবং তার নিচের p ট্যাগ দেয়া আছে। আবার hr ট্যাগ রয়েছে। এবার যেকোন ব্রাউজারে কোডগুলো রান করলে নিচের ছবিটির মতো দেখা যাবে
উপরের দিকে একটি লম্ব রেখা দেখা যাচ্ছে এবং নিচের দিকে লম্ব রেখা দেখা যাচ্ছে। hr tag ব্যবহার করার ফলে লম্ব রেখা দেখা যায়।
HTML hr ট্যাগ এর ব্যবহার ও বৈশিষ্ট্য
- hr ট্যাগ একটি ব্লক লেভেল এলিমেন্ট
- hr ট্যাগের কোন ক্লোজিং ট্যাগ নেই ।
- এটি অনুভূমিক রেখা (Horizontal Line ) তৈরিতে ব্যবহার করা হয়।
- এক সেকশন থেকে আর এক সেকশন কে বিভক্ত করার জন্য এটি বেশি ব্যবহার হয়ে থাকে