আমি আমার উইন্ডোজ ১০ এর কম্পিউটার পারফরমেন্স দেখতে চাই । কিভাবে দেখবো পারফরমেন্স জানাবেন । ধন্যবাদ …
ধন্যবাদ আপনার প্রশ্ন করবার জন্য । উইন্ডোজ ১০ এ পিসি পারফরমেন্স দেখবার জন্য আপনি আপনার ডেক্সটপের Taskbar এর উপর মাউস থেকে Right বাটনে ক্লিক করুন । ক্লিক ক্লিক করার পর নিচের ছবির মতো অপশন বের হবে ।
এবার সেখান থেকে উপরের লাল দাগ করা Task Manager এ ক্লিক করুন । ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে ।
এবার সেখান থেকে উপরের ছবির লাল দাগ করা Performance লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর উপরের ছবির মতো অপশন বের হবে । উপরের ছবির ডান পাশে দেখুন, সেই অংশে CPU, Memory এর Performance দেখাবে । এই ভাবে আপনি আপনার কম্পিউটার Performance দেখতে পারেন ।
আবার আপনি যদি সব সময় পিসি Performance দেখতে চান, সেক্ষেত্রে উপরের ছবির বাম পাশের যেকোন একটি অপশনে ডাবল ক্লিক করুন, দেখবেন পেজটি লম্ব আকারে দেখা যাবে । ঠিক উপরের ছবির মতো । আবার পেজটি বড় করবার জন্য যেকোন একটি ফিচারে ডাবল ক্লিক করুন, পেজ বড় হয়ে যাবে । কম্পিউটার সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন, কম্পিউটার উইন্ডোজ টিউটোরিয়াল