করোনা ভাইরাস হটলাইন বা হেল্পলাইন নাম্বার চাই

প্রশ্ন উত্তরCategory: স্বাস্থ্য সেবাকরোনা ভাইরাস হটলাইন বা হেল্পলাইন নাম্বার চাই
Sarowar asked 5 years ago

করোনা ভাইরাস হটলাইন বা হেল্পলাইন নাম্বার চাই  যাতে প্রযোজন এ যোগাযোগ করতে পারি । 


1 Answers
faruk answered 5 years ago

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে করোনাভাইরাস প্রতিরোধে যেখানে সেখানে কফ ও থুতু ফেলবেন না। হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ থেকে বিরত থাকুন।
ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ পরিস্কার করুন।


করোনাভাইরাস আক্রান্ত লক্ষণ 
ব্যথা সহ জ্বর,  বুক এ ব্যথা,  শাস কষ্ট

করোনাভাইরাস হটলাইন বা হেল্পলাইন নাম্বার
জরুরী প্রয়োজনে স্বাস্থ্য পরামর্শ পেতে ১৬২৬৩ অথবা ৩৩৩ নম্বরে কল করুন

Your Answer

3 + 3 =

error: Content is protected !!