কিভাবে গুগল এডসেন্স এর আয় বাড়াতে পারি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিকিভাবে গুগল এডসেন্স এর আয় বাড়াতে পারি?
Shafiq asked 10 months ago

আমার একটি বাংলা ব্লগ আছে। আমার ব্লগে প্রতিদিন ৫০০ ট্রাফিক আসে গুগল থেকে। কিন্তু এডসেন্স থেকে ইনকাম নেই বললেই চলে। ক্লিক এর পরিমাণ খুবই কম। সাইট itjano.xyz আমি কিভাবে এই ট্রাফিক দিয়ে এডসেন্স থেকে ইনকাম বাড়াতে পারি?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 10 months ago

বাংলা কনটেন্ট এ গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম অনেক কম। এক্ষেত্রে আপনি যদি আপনার সাইটে বাইরের দেশ থেকে ভিজিটর আনতে পারেন কিছুটা ইনকাম বাড়বে ।
আবার গুগল অ্যাডসেন্স এমনিতেই শুরুর দিকে যে কোন সাইটে রেভিনিউ কম দেয় । সাইটের বয়স হলে রেভিনিউ বাড়ে ।
পাশাপাশি সাইটে অরগেনিক ভিজিটর বাড়ান, আশাকরি অ্যাডসেন্স থেকে ইনকাম বাড়বে ।


Your Answer

16 + 10 =

error: Content is protected !!