ডেটা কমিউনিকেশন এর মাধ্যেম কি কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিডেটা কমিউনিকেশন এর মাধ্যেম কি কি?
Jonaki asked 7 years ago


1 Answers
Imran Hossain answered 7 years ago

যখন কেউ অন্য কারো সাথে যোগাযোগ করে বা করতে চায় তখন কোন না কোন ট্রান্সমিশন মাধ্যমের সাহায্য নিতে হয়।  সাধারণত যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্য ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বল হয়ে থাকে।
ডেটা কমিউনিকেশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যেমন,


  1.  তারের মাধ্যেমে, ক্যাবল/তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক।
  2. তারবিহীন, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, বেতার তরঙ্গ ।

 

Your Answer

1 + 1 =

error: Content is protected !!