বিপরীত ফাংশন (Inverse function):
f:A⇨B একটি এক-এক ফাংশন এবং সার্বিক ফাংশন।
অন্য একটি ফাংশন g:B⇨A বর্ণিত হয়ে f(A)=B যদি এবং কেবল যদি f(B)=A হয়। অর্থাৎ A সেট থকে B সেট ফাংশন বর্ণিত করা যায় বিপরীতক্রমে B সেট থেকে A সেটও ফাংশন বর্ণিত করা যায়।
তবে g কে f এর বিপরীত ফাংশন বলা হয়। তবে f ফাংশনটিকে অবশ্যই এক-এক ও সার্বিক ফাংশন হতে হবে।