করোনা মহামারীর বিশ্বব্যাপী জরুরী অবস্থার সমাপ্তিঃ
World Health Organization (WHO) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ০৫.০৫.২০২৩ খ্রি. তারিখে বিশ্বব্যাপী করোনা মহামারীর জরুরী অবস্থা তুলে নেয়। এ মহামারীকে কেন্দ্র করে ৩০.০১.২০২৩ খ্রি. তারিখে WHO করোনাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা বলে ঘোষণা প্রদান করেন। গত ০৪.০৫.২০২৩ খ্রি. তারিখে World Health Organization (WHO) এর জরুরী ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি জনস্বাস্থ্য বিষয়ক জরুরী অবস্থা তুলে নেওয়ার সুপারিশ করে। করোনা মহামারী শেষ হওয়ার পথে এটিকে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হয়। বিশ্বব্যাপী করোনা মহামারীতে ৬.৯ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেন এমনকি বিশ্ব অর্থনীতিতে এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ে। এখানে উল্লেখ্য যে, চীনের হুবেই প্রদেশের উহার শহরে গত ৩১.১২.২০১৯ খ্রি. তারিখে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।