মৌলিক বা প্রায়মেরি কালার গুলো কি কি ? কোথাও দেখি লাল সবুজ আসমানি আবার কোথাও লাল সবুজ নীল । কোনটা সঠিক ?
মৌলিক বা প্রায়মেরি কালার গুলো নিয়ে বেশ টানাটানি আছে । কোথাও কোথাও লাল সবুজ ও নীল আবার কোথাও কোথাও লাল হলুদ ও নীল রং পাওয়া যায় ।
ডিজিটাল মিডিয়া যেমন, ওয়েব, কম্পিউটার বা মোবাইলের জন্য ব্যবহৃত মৌলিক কালার গুলো হচ্ছে লাল সবুজ ও নীল (RGB), সেই অর্থে লাল সবুজ আসমানি হবেনা সেটা হবে লাল সবুজ ও নীল ।
আর এই Red, Green, Blue (RGB) বা লাল সবুজ ও নীল এর মিশ্রনে হাজার হাজার রং বানানো যায় । যেমন উপরের ছবিতে দেখুন তিন কালারের সমন্যয়ে হয়েছে সাদা কালার । আরবা দুই কালারের সমন্যয়ে তৈরি হয়েছে ভিন্য ভিন্য কালার ।