এলইডি (LED) এবং এলসিডি (LCD) এর পার্থক্য
LED এর পূর্ণরুপ হচ্ছে, Light emitting diode, LED একটি LED ডিসপ্লে হচ্ছে সমতল প্যানেল ডিসপ্লে যা আলোক বিচ্ছুরণকারী ডায়োড এর একটি সারিকে পিক্সেল হিসেবে ব্যবহার করে একটি ভিডিও ডিসপ্লে এর জন্য। এদের ঔজ্জ্বল্য এদের বাইরে ব্যবহারের উপযোগী করে তোলে। এলইডি ডিসপ্লে প্রদর্শন যন্ত্রে ব্যবহৃত হওয়ার পাশাপাশি সাধারন আলোকসজ্জাতেও ব্যবহার করার উপযোগী।
LCD এর পার্থক্য
LCD এর পূর্ণরূপ হচ্ছে, Liquid crystal display, এলসিডি তরল রাসায়নিক পদার্থ কে বিদ্যুৎ প্রবাহ দ্বারা প্রয়োজনীয় আকারে প্রদর্শন করে থাকে । এলসিডি নানান ধরনের কাজে ব্যবহার করা যায় যেমন টেলিভিশন, টেলিফোন বিমানের ককপিটের বিভিন্ন মিটার এর প্রদর্শক হিসেবে, সাইন, ভিডিও প্লেয়ার, গেম খেলার যন্ত্র, ডিজিটাল ঘড়ি, হাত ঘড়ি ইত্যাদি। এলসিডি সিআরটি এর পরিবর্তে বর্তমানে ব্যপকভাবে ব্যবহৃত হয়।