উল্কা কি? ও উল্কা কাকে বলে

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানউল্কা কি? ও উল্কা কাকে বলে
Maruf asked 6 years ago

উল্কা সম্পর্কে জানতে চাই । উল্কা কাকে ও কি 


1 Answers
Imran Hossain answered 6 years ago

উল্কা কি


মাঝে মধ্যে আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই, কোন একটি জলন্ত তারা পৃথিবীর দিকে ছুটে আসতে আসতে একটা সময় নিভে যায় । আমরা অনেকেই চলতি ভাষায় বলে থাকি, তারা খসা, বা তারা ছুটে যাওয়া । এই গুলো তারা হতে পারে না । কেননা তারা পৃথিবীর থেকে অনেক অনেক বড় গ্রহ । এইগুলো বাহির থেকে আসা ছোট খাট জিনিস , যারা পৃথিবীর বায়ুমন্ডলে ধুকে নিজে থেকে জ্বলে ওঠে ।

এরা শব্দের গতির থেকে ৩০ থেকে ৬০ গুন বেশি গতিতে চলে বলে এরা জ্বলে উঠে । এদেরকে বলা হয় উল্কা (Meteor) । এরা হয়তো বায়েলার ধুমকতুর মতো কোন ভাঙ্গা টুকরো ।

Meteor Image

Meteor Image

 

Your Answer

4 + 12 =

error: Content is protected !!