কম্পিউটার বিষয়ক

প্রশ্ন উত্তরCategory: Questionsকম্পিউটার বিষয়ক
Tiklu Chowdhury asked 7 years ago

কম্পিউটারে ফোল্ডারের অসুবিধা কি


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

কম্পিউটারে ফোল্ডারের অসুবিধা তো দেখছিনা কোন । বরং এলো মেলো ফাইল গুলোকে সাজিয়ে রাখার জন্য ফল্ডার ব্যবহার করা হয় । দরুন আপনার ফোনে অনেক গুলো গান আছে । সবগুলো একই জায়গায় থাকলে আপনি তাদের আলাদা আলাদা করে বাজাতে পারেন না । সবগুলো এক সাথে প্লে করতে হয় ।
 
আর যদি সেগুলো গায়ক অনুসারে কিংবা ভাষা অনুশারে আলাদা আলাদা করা থাকে, তাহলে আলাদা আলাদা করে বাজাতে পারেন। শুধু কম্পিউটার না । ভাবুন আপনার অফিস কিংবা পড়াশুনার কথা ।  অফিস এর এক গাদা ফাইল আমরা আলাদা আলাদা করে রাখবার জন্য ফোল্ডার ব্যবহার করি ।


Your Answer

6 + 13 =

error: Content is protected !!