মাহে রমজান প্রতিবছর আছে মুসলিমদের জন্য এক বিশেষ পুরস্কার হিসেবে । আরবি সাবান মাসের পর আসে রমজান মাস ।
যদিও আমরা অনেকেই আববি ক্যালেন্ডার এর তেমন খোজ খবর রাখিনা, কিন্তু রমজান মাস শুরুর আগে আমরা কমবেশি সবায় রমজান কবে শুরু হবে সেটি জানার চেষ্টা করি ।
রমজান কবে শুরু হবে ?
আরবি দিনপুঞ্জি চাদের সাথে আবর্তিত হয় । অর্থাৎ চাঁদের পর্যায় বা চাঁদ ক্যালেন্ডার এর সাথে আরবি ক্যালেন্ডার চলে । আর তাই চাদ দেখা সাপেক্ষে অবরি অন্যান্য মাস গুলোর মতো রমজান মাস শুরু হবে ।
প্রতি বছরের ন্যায় এবার ও রমজান মাসের ক্যালেন্ডার ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। এবং সেই মোতাবেক আগামী ৩ এপ্রিল ২০২২ এ এবারের রোজা শুরু হবে । এবং এটি চাদ দেখার উপর নির্ভর করছে ।