সার্ভার হার্ডওয়ার কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিসার্ভার হার্ডওয়ার কি?
Jonaki asked 7 years ago

সার্ভার হার্ডওয়ার কি কিভাবে কাজ করে …!


1 Answers
Imran Hossain answered 7 years ago

সার্ভার হার্ডওয়ার কি

সাধারণত সর্ভার হার্ডওয়্যার বলতে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কোনটি ব্যবহার করছেন এবং কোন ধরনের সার্ভার হিসাবে এইটা ব্যবহার করবো তার ওপর ভিত্তি করে সার্ভার হার্ডওয়ার বাছাই করা দরকার হয়। তবে প্রতিটি সার্ভারের কিছু বৈশিষ্ট থাকা দরকার।
যেমন,


নির্ভরযোগ্যতা- সার্ভার আপনার নেটওয়ার্কে কেন্দ্রবিন্দুতে এর ব্যর্থতা মানে পুরো নেটওয়্যার্কেই অকেজো হয়ে যাওয়া। তাই সার্ভার হার্ডওয়ার এমন হওয়া দরকার যাতে করে আপনি নিশ্চত হতে পারেন যে চলতে হাঠৎ কোন সার্ভার বন্ধ বা অকেজো হয়ে যাবে না। সার্ভারের নির্ভরতা বেশ প্রয়োজনী।

সম্প্রসারণযোগ্যতাঃ যে হার্ডওয়্যারই ব্যবহার করুন না কেন সেটিকে যাতে সম্প্রসারণ বা প্রতিস্থাপন করতে পারেন, সে ব্যবস্থা থাকা দরকার। যেমন ধরা যাক, আপনি বর্তমানে যে মাদারবোর্ড ব্যবহার করছেন তাতে ৩০০ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করছেন। এর সর্বোচ্চ ধারন ক্ষমতা যদি ৩০০ মেগাহার্টজই হয়ে থাকে তাহলে বর্তমানে উচ্চ ক্ষমতার প্রসেসর ব্যবহার করার সুযোগ আপনি পাচ্ছেন না। আপনার সার্ভারের মেমরি কিংবা অন্যান্য কম্পোনেন্ট অকেজো হয়ে গেলে সেগুলি সহজে প্রতিস্থাপন করা যায় কি না সেটিও দেখতে হবে।

Your Answer

18 + 12 =

error: Content is protected !!