সেন্সর কি এবং সেন্সরের কাজ কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিসেন্সর কি এবং সেন্সরের কাজ কি?
Manik asked 6 years ago

সেন্সর সম্পর্কে জানতে চাই 


3 Answers
Imran Hossain answered 6 years ago

সেন্সর কি

বর্তমানে ইলেক্ট্রনিক্সে সেন্সর বহুল পরিচিত একটি ডিভাইস । যা কোন পরিবেশগত কোন পরিবর্তনকে বৈদুত্যিক সিগন্যালে আকারে রূপান্তর করে থাকে।সেন্সর এক ধরনের কনভার্টার বা পরিবর্তনকারী কোন একটি সিগন্যালে পরিবর্তন করে যা পর্ববর্তীতে একটি মাধ্যেমে পরিণত হয় । এক কথায় সেন্সর এমন একটি যান্ত্রিক যন্ত্র যা কোন ঘটনার শব্দ, তাপ আলো ইত্যাদি প্রতি সাড়া দিতে পারে । উধাহরণস্বরূপ, অ্যান্ডয়েড ফোনের ডিসপ্লে এর উপরের দিকে র্টাস করলে আলো জ্জলা অবস্থায় নিভে যায় আবার ফোনে কথা বলার সময় ও স্মার্ট আলো নিভে যায় এইটি হয় মূলত সেন্সরের কারণে হয় ।


সেন্সরের কাজ মূলত যেকোন ধরনের ডিভাইস কিংবা কোন পরিবেশগত কোন পরিবর্তনকে সিগন্যাল হিসাবে রূপান্তর করতে পারেন ।

ইলেক্ট্রনিক্স সেন্সর ৯ প্রকার

  1. কন্টাক্ট সেন্সর
  2. টেম্পারেচার সেন্সর
  3. ডিসটেন্স বা দূরত্ব সেন্সর
  4. প্রক্সিমিটি সেন্সর
  5. টাচ সেন্সর
  6. ইনফ্রারেড সেন্সর
  7. ফটো ট্রানজিষ্টর
  8. ফটো ডায়োড
  9. position sensor

 

Rupam answered 3 years ago

1


Md. Hanif uddin answered 3 years ago

33


Your Answer

20 + 7 =

error: Content is protected !!