আমার Desktop কম্পিউটার অন করলে মনিটরে No signal আসে এবং পাওয়ার অফ হয়ে যায়। সমধান পাইলে অনেক খুশি হইব।

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারআমার Desktop কম্পিউটার অন করলে মনিটরে No signal আসে এবং পাওয়ার অফ হয়ে যায়। সমধান পাইলে অনেক খুশি হইব।
Fakruddin asked 5 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

Computer Monitor এ No Signal আশার কারন হতে পারে আপনার VGA কিংবা HDMI ক্যাবল ঠিক মতো লাগারো নেই কিংবা লুজ হয়ে গেছে । এগুলো আসলে আপনার কম্পিউটার থেকে মনিটরে সংযোগ সাধন করে।  আগে দেখেন লুজ হয়ে গেছে কিনা, একটু খুলে আবার লাগিয়ে দিয়ে দেখেন । ঠিক হয়ে গেলে ভালো ।


আর তাতেও কাজ না হলে এবার VGA বা HDMI  ক্যাবল বদল করে দেখতে পারেন । সেটা তেই কাজ না হলে কম্পিউটার এর মাদার বোর্ড এ কাজ করা লাগতে পারে । মানে এই পর্যায় এ PC Doctor দেখানোই ভালো ।

monitor no signal

monitor no signal

 

Your Answer

6 + 6 =

error: Content is protected !!