কম্পিউটার অথবা ল্যাপটপের Windows Key অথবা Start মেনুর এর ডানপাশে Search Box আনার পদ্ধতি কি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার অথবা ল্যাপটপের Windows Key অথবা Start মেনুর এর ডানপাশে Search Box আনার পদ্ধতি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

কম্পিউটার অথবা ল্যাপটপের Windows Key অথবা Start মেনুর এর ডানপাশে Search Box আনার পদ্ধতিঃ

ধরে নিন, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের Windows Key অথবা Start মেনুর এর ডানপাশে যদি Search Box Option টি নেই অর্থাৎ ১.১ নং চিত্রের প্রদর্শিত অবস্থায় আছে। তাহলে কি করবেন?


Desktop

Desktop

চিত্র- ১.১

সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, Taskbar এর উপর Mouse এর Right Button এ ক্লিক করতে হবে। এরপর Search Option এ গিয়ে Show Search Box Option এ ক্লিক করতে হবে। তাহলে কম্পিউটার অথবা ল্যাপটপের Windows Key অথবা Start মেনুর ডানপাশে Search Box টি প্রদর্শিত হবে (চিত্র- ১.২)।

Search Box

Search Box

চিত্র- ১.২

 

Your Answer

11 + 20 =

error: Content is protected !!