পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলো কি কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিপয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলো কি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশনের বৈশিষ্ট্যঃ

  • এ ট্রান্সমিশন ১০০ গিগাহার্টজ হতে ১০০০ টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারে।
  • ইকুইপমেন্ট ব্যবহার করার উপর তার ব্যয় নির্ভর করে। দূরপাল্লার জন্য শক্তিশালী লেজার  ডিভাইস দরকার হয়ে থাকে। সেক্ষেত্রে ব্যয় বেশি হয়। কিন্তু অল্প দূরত্বে সিগন্যাল পাঠানোর জন্য সাধারণ রিমোর্ট কন্ট্রোল ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে এবং এতে খরচ কম হয়।
  • ইকুইপমেন্টের উপর ভিত্তি করে ব্যান্ডউইথ ১০০ কেবিপিএস থেকে ১৬ এমবিপিএস পর্যন্ত হয়ে  থাকে।
  • এটেনুয়েশন প্রভাব কতটুকু ফেলবে আশেপাশের আলো এবং আবহাওয়ার উপর নির্ভর করে।
  • প্রতিটি ডিভাইস লাইন অব সাইটে আছে কিনা তা নিশ্চিত করতে পারলে ইনফ্রারেড ট্রান্সমিশন ইকুইপমেন্ট ইন্সটল করা খুব সহজ।
  • উজ্জ্বল আলো দিয়ে ইনফ্রারেড ট্রান্সমিশন বিঘ্নিত হয় তবে ইভসড্রপিং এর সম্ভবনা এতে থাকে না।


Your Answer

20 + 18 =

error: Content is protected !!