হ্যাকিং (Hacking):
প্রোগ্রাম তৈরি করা এবং তা ব্যবহারের মাধ্যমে অনুমতি বিহীন কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করে অথবা পুরো কম্পিউটার সিস্টেমকে ফাঁকি দিয়ে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ককে ক্ষতি করাকে হ্যাকিং (Hacking) বলা হয়। হ্যাকিং যে করে তাকে বলা হয় হ্যাকার। হ্যাকাররা অত্যন্ত সুদক্ষ প্রোগ্রামার। হ্যাকাররা সাধারণত ক্ষতিকারক প্রোগ্রাম তৈরি করায় উৎসাহ বোধ করে থাকে। এরা বিভিন্নভাবে কম্পিউটার সিস্টেম থেকে তথ্য চুরি করে থাকে।