সাধারন অফিস ক্লিপবোর্ড হলো একম একটি বোর্ড যেখানে কোন কিছু সাময়িক জমা রাখা যায় এবং সেখনা থেকে আবার অন্য জায়গায় ক্লিপবোর্ড এ রাখা কাগজপত্র গুলো সরিয়ে রাখা যায় ।
কম্পিউটার ক্লিপবোর্ড
কম্পিউটার ক্লিপবোর্ড ও অনেকটা সেই রকম ই, এখানেও অস্থায়ী ফাইল রাখা হয়।
Clipboard, Pasteboard নামেও পরিচিত, কম্পিউটার, ফোন বা ট্যাবলেট মেমরিতে একটি নির্দিষ্ট অবস্থান যা অস্থায়ীভাবে Cut বা Copy করা পাঠ্য বা অন্যান্য ডেটা সংরক্ষণ করে।
একবার ক্লিপবোর্ডে কিছু সংরক্ষণ করা হলে, এটি একটি নতুন অবস্থানে Paste করা যেতে পারে। ক্লিপবোর্ড তার তথ্য ধরে রাখে যতক্ষণ না আপনি অন্য কিছু কাট বা কপি করেন বা কম্পিউটার থেকে লগ আউট করেন।