ডেটা ট্রান্সমিশন মোড
কম্পিউটার থেকে ডেটা কমিউনিকেশন এর সময় প্রেরক থেকে প্রাপকে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার প্রবাহের দিককে ডেটা টান্সমিশন মোড হিসাবে আখ্যায়িত করা হয়। ডেটা স্থানান্তরের প্রবাহের ভিত্তি করে অর্থাৎ দিকের বৈশিষ্ট্যের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন
- সিমপ্লেক্স (Simplex)
- হাফ-ডুপেক্স (Half-Duplex)
- ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)