ফটোশপের কাজ কিভাবে করা যায়

নতুন রা তো বটেই, পুরোনো রাও ফটোশপের কাজ কিভাবে করা যায় এই নিয়ে খোজাখুজি করেন । আসলে আমরা প্রায়ই অনেক লোকেশন এ ছবি তুলে থাকি এবং সেগুলো এডিট করার দরকার পড়ে মাঝে মধ্যেই , আর সেই থেকেই ফটোশপের কাজ কিভাবে করা যায় এই নিয়ে খোজাখুজি ।  তো চলুন, এতো খোজখুজি বাদ দিয়ে কাজে ঢুকে পড়ি সোজাশুজি 🙂


ফটোশপের কাজ কি?

ফটোশপ এমন কিছু না যে এর এক দিকে ছবি দেবেন আর অন্য দিক দিয়ে ছবি সাজিয়ে গুজিয়ে কেটে ছেকে বেরিয়ে পড়বে । তবে হ্যা ফটোশপ ব্যবহার করে আপনি যেকোন ছবিকে কেটে ছিড়ে ঘোসে মেজে সাজিয়ে নিতে পারবেন ।  আশা করি খুব অলপে ধারনা দেয়া গেলো ফটোশপ দিয়ে কি কাজ করা হয় । ছোট খাটো এনিমেটেড ইমেজ , ব্যনার ডিজাইন, নেম কার্ড ডিজাইন, কাভার ডিজাই্ন, লোগো ডিজাইন এমন কি ওয়েব ডিজাইন ও করা হয় ফটোশপ দিয়ে । ফটোশপের ওয়েব ডিজাইন পার্টটি আসলে একটি ওয়েব সাইট দেখতে কেমন হবে সেটি করে দেখায়, ওয়েব সাইট বা ওয়েব পেজটি করেনা ।

ছবি এডিটিং এর বিভিন্য সফওয়ার এর ভিড়ে রাজত্য করা ফটোশপ হতে পারে আপনার আয়ের উৎস ও। তো ফটোশপ ভালোভাবে শিখতে গেলে সটকাটে না যাওয়াই ভালো, একটু সময় দিয়ে বিস্তারিত শিখলে ফটোশপে কাজ করতে পাবেন দ্রুতো এবং সুন্দর ভাবে ।

আর তাই, আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ফটোশপের টিউটোরিয়াল নিয়ে । ৫৫ টির ও সেশি টিউটোরিয়াল অলরেডি প্রকাশ করা হয়েছে এবং আরো আসবে আগামিতে । নিচে দিয়ে দিলাম টিউটোরিয়াল গুলোর লিংক, ধাপে ধাপে শিখতে থাকুন ফটোশপ আর খাপে খাপ মিলিয়ে কাজে নেমে পড়ুন 🙂

উপরের সবগুলো খতম করেছেন ? খতম করার পরে , খতম করার পরে দেখে নিন পরের অ্যাডভান্স ফটোশপ টিউটোরিয়াল গুলোও @ ফটোশপ টিউটোরিয়াল

You may also like...

1 Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!