সমর্পতি আলোচনায় আসা করোনা ভাইরাস কি ? এটা কতোটা ক্ষতিকর এবং বাংলাদেশ কিংবা ভারতে এই ভাইরাস আছে কিনা ?
করোনাভাইরাস কি?
গত ডিসেম্বর মাস থেকে চীনের উহান এ সনাক্ত হয়েছে এক প্রকার ভাইরাস যার নাম করোনা ভাইরাস এবং এর আর একটি নাম হচ্ছে ২০১৯-এনসিওভি । এই সংক্রামক ভাইরাসটি এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি ।
করোনাভাইরাস এর কারনে চীন এ মানুষের অসুস্থতা বা মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে যা চীনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন । এবং এ পর্যন্ত ২০০ এর ও বেশি মানুষ এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন বলে বলা হচ্ছে ।
ভাইরাস টির কারনে ফুসপুসে মারাত্মক রোগ সৃষ্টি হচ্ছে এবং এটি শুধু চিনেই নয়, অণ্য দেশেও ধরা পরড়ে । বাংলা দেশে এখনো প্রবেশ না করলেও এটি ছড়ানোর সম্ভাবনা থেকেই যায় ।