পৃথিবী কি এবং পৃথিবী কিভাবে ঘুরে

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানপৃথিবী কি এবং পৃথিবী কিভাবে ঘুরে
আরফিন asked 6 years ago

পৃথিবী কাকে বলে এবং পৃথিবী সম্পর্কে বিস্তারিত জানতে চাই । 


3 Answers
Imran Hossain answered 6 years ago

পৃথিবী

পৃথিবীর একপাশে শুক্রগ্রহ এবং আরেক পাশে মঙ্গলগ্রহ পৃথিবী এদের চেয়ে বড় । সূর্য থেকে ধরলে পরপর তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী । পৃথিবী গ্রহ হিসাবে কয়েকটা বিশেষত্ব আছে । অন্যন গ্রহ চেয়ে পৃথিবীর গুরুত্ব বেশী । একমাত্র পৃথিবীতে পানি আছে এবং পৃথিবীতে বায়ূমণ্ডলের যথেষ্ট পরিমান অক্সেজিন গ্যাস পাওয়া যায় ।


তাছাড়া পৃথিবীর নিজস্ব তাপ এবং সূর্য এর থেকে পাওয়া তাপ এমন যে পৃথিবীর উপর গরম বা ঠান্ডা কোনটাই প্রানীদের জন্য বিপদ জন না । এই সব কারণে পৃথিবীতে জীবজন্ত  ও গাছ পালা পৃথিবীতে টিকে আছে । অন্য কোন গ্রহে এধরনের সুবিধা নেই বলেই চলে ।

পৃথিবী কিভাবে ঘরে

পৃথিবী ঘুর পাক খেতে খেতে ছুটে চলেছে । ঘূনির মতো ঘুর পাক খাওয়াকে বলে আবর্তন (Rotation) কাউকে ঘিরে চক্কর দেওয়ার নাম হল প্রদক্ষিণ । পৃথিবী ঘুরপাক খাওয়ার সময় তার যে অংশটায় সূর্য থেকে আলো পড়ে, সেখানে দিন হয় এবং তার অপর পৃষ্টে রাত হয় । সেখানে ভোর হচ্ছে তার উল্টা পৃষ্টে সন্ধা হচ্ছে । এক কথায়, পৃথিবী তার নিজ অক্ষ রেখার ঘুরতে থাকে ।

nur nahar answered 2 years ago

Hddtd5dtfyifurydts


nur nahar answered 2 years ago

Hddtd5dtfyifurydts


Your Answer

4 + 20 =

error: Content is protected !!