স্প্যাম ইমেল কি?
স্প্যাম ইমেল (spam mail) হল অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় এবং এগুলো বেশির ভাগ ক্ষেত্রের বাণিজ্যিক উদ্দেশ্যে পাঠানো হয়। কখন ও কখন ও এগুলোতে ক্ষতিকর ( হ্যা-কিং বা প্প্রতারণার উদ্দেশ্যে) লিংক ও থাকে যা থেকে আপনার ডিভাইস ও আপনার তথ্য হুমকির মধ্যে পড়তে পারে ।
এটি বোটনেট, সংক্রামিত কম্পিউটারের নেটওয়ার্কগুলির মাধ্যমে বিশাল পরিমাণে পাঠানো যেতে পারে। মার্চ ২০১৯ এর তথ্য মতে প্রায় ৫৬% মেইল ই ছিল স্প্যাম ইমেল যা উদ্বেগজনক ।
কেনো স্প্যাম ইমেল আসে ?
আপনি স্প্যাম ইমেল পেতে পারেন অনেক কারণে। এর মধ্যে সবচেয়ে বড় কারন যেটি হতে পারে, সেটি হলো আপনার মেইল দিয়ে সেখানে সেখানে রেজিস্ট্রেশন করা ।
বিভিন্য প্রলোভনে সাড়া দিয়ে নিজের মেইল টি সাবমিট করা । নিজের ওয়েব সাইটে ইমেইল আইডি সরাসরি দিয়ে রাখা অথবা সোস্যাল মিডিয়া গুলোতে যেমন ফেসবুক বা ইউটিউবে আপনার ইমেইল টি সরাসরি ডেসক্রিপশন এ দিয়ে রাখা ।