কিভাবে পাওয়ার পয়েন্ট শিখবো
বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে চিত্রায়িত প্রেজেন্টেশন তৈরি করতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোন জুড়ী নেই। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সাথে অফিশিয়াল কাংবা ব্যাক্তিগত যে কোন প্রোজেক্টের প্রেজেন্টেশন বর্তমানে PowerPoint এর মাধ্যমে তৈরি করে উপস্থাপন করা হয়ে থাকে। তাই দিন দিন এই প্রোগ্রামটির ব্যবহার ও সেই সাথে এর চাহিদা বেড়ে চলেছে। এটির ব্যবহার বিধিও মোটামোটি সহজ কিন্তু যারা পূর্বে কখন এই প্রোগ্রামটি ব্যবহার করেননি কিম্বা যাদের এই প্রোগ্রাম সম্পর্কে ধারণা কম তাদের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি মনের মধ্যে জাগে সেটি হল কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা যায় বা কিভাবে এই প্রোগ্রামের মাধ্যমে প্রেজেন্টশন তৈরি করতে হয় ? আর তাই আমরা সেই সকল বন্ধুদের জন্য সাজিয়েছি আমাদের আজকের এই পোস্টটি।
PowerPoint Presentation তৈরি করার জন্য জানতে হয় এই প্রোগ্রামের অসংখ্য অপশনের কাজ যা অল্প কথার মাধ্যমে জানানো বা বোঝানো সম্ভব নয়। সে কারনে আপনি যদি এই প্রোগ্রামের মাধ্যমে প্রজেন্টেশন তৈরি করতে চান তাহলে আপনাকে পর্যায় ক্রমে জানতে হবে বিভিন্ন অপশনের কাজ গুলো সম্পর্কে। আর তাই পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টশন তৈরি করতে হলে যে সকল অপশন গুলো জানা একান্ত প্রয়োজন, সেই সকল অপশন গুলোর তথ্য কিভাবে.কম এ ধাপে ধাপে সাজিয়েছি আমরা নিচে সেই সব টিউটোরিয়ালের লিঙ্ক দিয়েছি। লিঙ্ক গুলোতে ক্লিক করে আপনি সেই বিষয়ে তথ্য জেনে নিতে পারবেন এবং আশা করি আপনিও শিখে নিতে পারবেন আপনার প্রেজেন্টেশন নিজের মত করে ।
- পাওয়ার পয়েন্ট পরিচিতি
- কিভাবে পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড নিতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন ও সেভ করবেন
- কিভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড ডিলিট করতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্টে Image Insert করবেন
- কিভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড ডিজাইন করতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্টে Smart Art নিতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন View করতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্টে হেডার ও ফুটার নিতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্টে Background পরিবর্তন করতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্টে Clip Art নিতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্টে সেপ নিতে হয়
- কিভাবে Template ভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করবেন
- পাওয়ার পয়েন্ট স্লাইডে Animation এর ব্যবহার
- কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন Transition করতে হয়
- কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে Animation Timing করবেন
- কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে Transition Timing করবেন
- কিভাবে পাওয়ার পয়েন্টে List Modify করবেন
- পাওয়ার পয়েন্টে Themes Modify করার নিয়ম
- কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে চার্ট নিবেন
- পাওয়ার পয়েন্ট স্লাইডে Indent & Spacing
- কিভাবে পাওয়ার পয়েন্টে ভিডিও ও সাউন্ড ইনসার্ট করতে হয়